• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০১৯, ১২:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৯, ২০১৯, ১২:৪৭ পিএম

ইউরো বাছাইপর্ব

টানা ষষ্ঠ জয় তুলে নিলো স্পেন

টানা ষষ্ঠ জয় তুলে নিলো স্পেন

ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ‘এফ’ গ্রুপের ম্যাচে ফারো আইল্যান্ডসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে  টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে স্পেন।

রোববার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচের ১৩ মিনিটে মিকেলের পাসে বল পেয়ে বাঁ পায়ের শটে রদ্রিগো মোরেনোর গোল করলে লিড পায় নিজেদের ঘরের মাঠে খেলা স্পেন। 

বিরতির পর ৫০ মিনিটের মাথায় থিয়াগো আলকান্তারার পাসে বল আদায় করে রদ্রিগো আবারো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। 

ম্যাচের ৮৯ মিনিটে আলকান্তারার পাসে বল পেয়ে পাকো আলকাসের তৃতীয় গোলটি করেন। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে আলকাসের হেডে বল জালে জড়ালে ফারো আইল্যান্ডসের জালে হালি গোল পূর্ণ করে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

গ্রুপের আরেক ম্যাচে নরওয়ের সঙ্গে ১-১ ড্র করে ‘এফ’ গ্রুপে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সুইডেন। মাল্টাকে ১-০ গোলে হারিয়ে ১০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে রোমানিয়া।

আরআইএস