
বোর্ডের উপর রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সাময়িকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে জিম্বাবুয়েকে নিষিদ্ধ করেছে আইসিসি। তবে আইসিসির কোনো টুর্ণামেন্টে খেলতে না পারলেও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অসুবিধা নেই তাদের।
বিসিবির আমন্ত্রণে স্বাগতিক বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। রবিবার মধ্যরাতে ঢাকায় পা রাখে তারা। বাংলাদেশে পৌঁছেই জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা জানিয়েছেন ফাইনাল খেলার ব্যাপারে আশাবাদী তার দল।
তিনি বলেন ‘ প্রথম দুয়েকটা ম্যাচে ভালো করে আমাদের লক্ষ্য থাকবে ফাইনাল খেলা। আমরা ভালো প্রস্তুতি নিয়েই এসেছি, ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। অন্যান্য ফরম্যাটের চেয়ে টি-টুয়েন্টিতে বাংলাদেশের সঙ্গে আমাদের অতীতেও ভালো লড়াই হয়েছে। ফাইনাল খেলার ব্যাপারে আমরা আশাবাদী।’