
কয়েকদিন আগেই নতুন চুক্তিতে দ্বিতীয়বারের মতো ভারতের জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন রবি শাস্ত্রী। মাইক হেসন, টম মুডির মতো হাই প্রোপাইল কোচদের পিছনে ফেলে এই দায়িত্ব পান তিনি। নতুন করে দায়িত্ব পাওয়ার পর আগের চেয়ে ২০ শতাংশের মতো বেতন বেড়েছে শাস্ত্রীর।
আগের চুক্তিতে বছরে ৮ কোটি রুপি বেতন পেতেন তিনি। নতুন চুক্তিতে যা বেড়ে হয়েছে সাড়ে নয় থেকে দশ কোটি রুপি। বাংলাদেশি টাকায় যা ১১-১২ কোটি টাকার মতো।
শুধু শাস্ত্রীই নয়, বেতন বেড়েছে ভারতের সব কোচিং স্টাফের। বোলিং কোচ ভরত অরুণ পাবেন বছরে সাড়ে ৩ কোটি রুপি। একই পরিমাণ বেতন পাবেন ফিল্ডিং কোচ শ্রীধরও। আর সদ্য নিয়োগ প্রাপ্ত ব্যাটিং কোচ বিক্রম রাথোর পাবেন আড়াই থেকে সাড়ে ৩ কোটি রুপি।
এমএইচবি