
আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বুধবার সকালে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে পেরুর মুখোমুখি হয়েছিল ব্রাজিল। যেখানে ১-০ গোলে ব্যবধানে হেরে গেছে তারা।
শুরুতে নেইমার-কাসেমিরো বিহীন একাদশ মাঠে নামান ব্রাজিল কোচ তিতে। দ্বিতীয়ার্ধে গোলের আশায় নেইমার, কাসেমিরো, ফিলিপে কৌতিনিয়োদের নামিয়েও শেষরক্ষা হয়নি ব্রাজিলের।
জয় তো আসেইনি, বরং ৮৫ মিনিটের গোলে হেরেই মাঠ ছাড়তে হয় তাদের। ইয়োশিমার ইয়োটানের ক্রসে মাথা ছুঁইয়ে পেরুর পক্ষে একমাত্র গোলটি করেন লুইস আবরাম।
এমএইচবি