
বুধবার সংবাদ সম্মেলন করে বিপিএল নিয়ে এক চমকপ্রদ সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বিপিএলের সপ্তম আসরে কোনো ফ্র্যাঞ্চাইজি থাকছে না বলে জানান তিনি। বিপিএল নাটকীয়তায় জন্ম দেন নতুন এক বিতর্কের। বঙ্গবন্ধুর নামে অনুষ্ঠিত এই বিপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজি দেয়া হবে না বলে স্পষ্ট জানান পাপন।
ওই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেঁদে ফেলেন বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স তার কাছে সন্তানের মতো।
আবেগআপ্লুত নাফিসা বলেন, ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলে ছোট্ট একটি আদরের বাচ্চার মতো।’
এমএইচবি