
পর্তুগালভিত্তিক টেলিভিশন চ্যানেল টিভিআইকে দেয়া এক সাক্ষাৎকারে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো প্রথমবারের মতো আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সঙ্গে ডিনার যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।
রোনালদো বলেছিলেন, আমি ওর সঙ্গে কখনো ডিনারে হয়তো যাইনি। কিন্তু ভবিষ্যতে কেন নয়? এটা করতে আমার কোনো আপত্তি নেই। মেসির সঙ্গে আমার দারুণ পেশাদারি সম্পর্ক। কারণ আমরা দুজনই ১৫ বছর ধরে একই মুহূর্ত ভাগাভাগি করছি।
পরবর্তীতে মোনাকোয় চ্যাম্পিয়নস লীগের ড্র অনুষ্ঠানেও লিওনেল মেসির সঙ্গে ডিনার করার ইচ্ছা প্রকাশ করেছিলেন সিআর সেভেন।
এবার স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ততে দেয়া এক সাক্ষাৎকারে রোনালদোর ডিনার করতে চাওয়া প্রসঙ্গে মুখ খুলেছেন মেসি। তিনি নিজের এবং পর্তুগিজ তারকার জীবনের বর্তমান বাস্তবতাকে সামনে তুলে এনেছেন।
মেসি বলেন, উয়েফার অনুষ্ঠানে আমরা দুইজন অনেকক্ষণ কথা বলেছি। আমাদের কখনো একসঙ্গে ডিনার যাওয়া হবে কি না, আমি জানি না। আমাদের প্রত্যেকের জীবন এবং নিজস্ব অঙ্গীকার রয়েছে। তবে নিঃসন্দেহে আমি রোনালদোর ডিনারের আমন্ত্রণ গ্রহণ করবো।
আরআইএস