
কয়েক বছর আগে মাথায় আঘাত পেয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিল হিউজের মৃত্যুর পর কারো মাথায় বল লাগা মানেই এখন সবার আতকে উঠা। চলতি অ্যাশেজেই জোফরা আর্চারের বাউন্সারে মাথায় আঘাত পান স্মিথ, যে কারণে তিনি খেলতে পারেননি একটি ম্যাচও।
এবার মাথায় বলের আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের হার্ড-হিটার ব্যাটসম্যান আন্দ্রে রাসেলকে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়েছে তাকে। সেখানে সিটি স্ক্যান করালেও মারাত্মক কিছু ধরা পড়েনি।
জ্যামাইকার সাবিনা পার্কে মুখোমুখি হয় সেন্ট লুসিয়া জকস ও রাসেলের দল জ্যামাইকা তালাওয়াশ। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সেন্ট লুসিয়া জকস। জ্যামাইকা ইনিংসে ১৪তম ওভারে ক্রিজে তখন শূন্য রানে ব্যাট করা রাসেলকে শর্ট বল দেন জকস পেসার হারদুস ভিলজয়েন। পুল করতে চেয়ে ব্যর্থ হন রাসেল, বল আঘাত হানে তার হেলমেটে।
এরপর মাটিতে লুটিয়ে পড়েন এই ক্যারিবীয় অলরাউন্ডার। মেডিকেল টিম আসার পর তখনই উঠে দাঁড়ান তিনি। পরে হাসপাতালে নিয়ে সিটি স্ক্যান করানো হলে দেখা যায় গুরুতর কিছু হয়নি তার।
এমএইচবি