
গত মৌসুমটা একেবারেই বাজে কেটেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের। চলতি মৌসুমেও খুব একটা ভালো অবস্থানে নেই তারা। লা লীগায় তিন ম্যাচ খেলে এক জয় ও দুই ড্রয়ে পাঁচ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছে লস ব্লাঙ্কোসরা।
এর মধ্যে তাদের জন্য আরও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক বিরতিতে খেলোয়াড়দের না পাওয়া। অনুশীলনে একসঙ্গে দলের সবাইকে না পাওয়া ও আট ফুটবলারের ইনজুরি রিয়ালের জন্য সমস্যার কারণ হয়েছে বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।
তিনি বলেন, আমাদের পরিস্থিতি সত্যিই কঠিন। প্রতিপক্ষ যেখানে পনের দিন সময় পেয়েছে সেখানে আমাদের খেলোয়াড়রা প্রতিদিনই একজন-দুজন করে অনুশীলনে যোগ দিয়েছে। এমন দিনও গেছে আমরা মাত্র তিনজনকে নিয়ে অনুশীলন করেছি।
এমএইচবি