• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ০৮:০৮ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০১৯, ০৮:১০ পিএম

চমক দিয়ে বাংলাদেশ দলের স্কোয়াডে রনি

চমক দিয়ে বাংলাদেশ দলের স্কোয়াডে  রনি
ফাইল ছবি

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচ ও আফগানিস্তানের বিপক্ষে ঢাকায় অনুষ্ঠিত আরেকটি ম্যাচের জন্য চট্টগ্রামে টেস্ট চলাকালীনই ১৩ সদস্যর দল ঘোষণা করেছিল বাংলাদেশ। 

তবে এক ম্যাচ শেষ হওয়ার পরই স্কোয়াডে যুক্ত হলো আরও একটি নাম। আগের ১৩ জনের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে পেসার আবু হায়দার রনির নাম। বেশ চমক দিয়েই তাকে স্কোয়াডে ডাকা হলো। তবে পূর্বঘোষিত দলের কাউকে বাদ দিয়ে নয়, রনি স্কোয়াডে সুযোগ পেয়েছেন ১৪ তম ক্রিকেটার হিসেবে। 

২০১৬ সালে টি-টুয়েন্টি অভিষেকের পর এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে বলার মতো তেমন কিছুই করতে পারেননি রনি। তার ঝুলিতে আছে মাত্র ৬টি উইকেট। এছাড়া ২টি ওয়ানডে খেলে ৩ উইকেট পেয়েছেন তিনি। 

এমএইচবি

আরও পড়ুন