
চ্যাম্পিয়ন্স লীগে এবারের মৌসুমের প্রথম দিনেই বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এই ম্যাচের মধ্যদিয়েই ৭১ দিন পর মাঠে ফেরার জন্য মুখিয়ে আছেন লিওনেল মেসি।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে খেলাটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচের জন্য মেসিকে অধিনায়ককে রেখে ২২ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ আর্নেস্তো ভালভার্দে।
যদিও মেসি শুরুর একাদশে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তার চেয়েও বড় কথা ম্যাচের আগে ফিটনেস প্রমাণ করেই ক্ষুদে জাদুকরের মাঠে নামা নিশ্চিত করতে হবে। তাকে নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে নারাজ ভালভার্দে।
গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে বার্সেলোনার অনুশীলন পর্বে যোগ দিয়েই ডান পায়ের গ্রেড ওয়ানের কাফ ইনজুরিতে পড়েন লিওনেল মেসি। খেলতে পারেননি হুয়ান গাম্পার ট্রফির শিরোপা নির্ধারণী ম্যাচ। এমনকি প্রাক-মৌসুম পর্বের শেষ পর্ব যুক্তরাষ্ট্র মিনি ট্যুরেও তার যাওয়া হয়নি।
লা লিগায় এবারের মৌসুমের প্রথম ম্যাচে মেসির অভাব ভালোভাবেই টের পেয়েছে বার্সেলোনা, হেরেছে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে। গত ২২ আগস্ট নতুন মৌসুমে প্রথমবারের মতো অনুশীলনে দেখা যায় আর্জেন্টিনা এবং বার্সেলোনার তারকা ফুটবলারকে। ন্যু ক্যাম্পে ক্লাব সতীর্থদের সঙ্গে তিনি সময় অতিক্রম করেন। রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচে নামার কথা থাকলেও শেষ পর্যন্ত মেসি খেলেননি। এমনকি ওসাসুনার বিপক্ষে ম্যাচেও খেলতে পারেননি এলএম টেন।
গত ২৫ মে কোপা দেল রে'র ফাইনালে ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনার হয়ে সর্বশেষ খেলেছেন মেসি। এরপর গত ৬ জুলাই কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার জার্সি গায়ে চিলির বিপক্ষে শেষবারের মতো তিনি মাঠে নেমেছিলেন। ওই ম্যাচের ৩৭ মিনিটের মাথায় রেফারির বিতর্কিত সিদ্ধান্তে চিলির বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লিওনেল মেসি। এরপর তিনি দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বক্তব্য রাখেন। আর তাতেই মেসির উপর নেমে আসে ৩ মাসের নিষেধাজ্ঞার খড়গ। ওই ম্যাচের পর মেসিকে আর মাঠে দেখা যায়নি।
আরআইএস