
ইউরোপের ফুটবলের সবচেয়ে জাকজমকপূর্ণ ক্লাব ফুটবলের আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ২০১৯-২০ মৌসুমের পর্দা উঠছে আজ। প্রথম দিনেই মাঠে নামবে একাধিক জায়ান্ট ক্লাব।
বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল আজ মাঠে নামবে নাপোলির বিপক্ষে। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় খেলাটি শুরু হবে। ম্যাচটি সনি টেন ২ সরাসরি সম্প্রচার করবে। একই সময় বার্সেলোনা মাঠে নামবে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে, ম্যাচটি দেখা যাবে সনি টেন ১ চ্যানেলে।
বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় আরও দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। চেলসির ও ভ্যালেন্সিয়ার ম্যাচটি দেখাবে সনি সিক্স এবং আয়াক্স ও লিলের ম্যাচটি দেখাবে সনি ইএসপিএন।
তবে এবারের মৌসুমে সবার আগে মাঠে নামবে ইন্টার মিলান ও স্লাভিয়া প্রাগ। বাংলাদেশ সময় রাত ১০টা ৫৫ মিনিটে অনুষ্ঠেয় ম্যাচটি সরাসরি সনি টেন ২ চ্যানেলে দেখা যাবে।
আরআইএস