
ইনজুরিতে পড়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার মার্সেলো। যে কারণে ক্লাবের সঙ্গে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচ খেলতে ফ্রান্স যেতে পারেননি তিনি।
আগের ম্যাচে লেভান্তের বিপক্ষে খেলতে নেমে ঘাড়ের ইনজুরিতে পড়েন মার্সেলো। বুধবার চ্যাম্পিয়ন্স লীগে নিজেদের প্রথম ম্যাচে পিএসজির বিপক্ষে তাই খেলবেন না তিনি।
রোববার লেভান্তের বিপক্ষে ৩-২ গোলের জয় পায় রিয়াল। ওই ম্যাচেই ইনজুরিতে পড়েন তিনি। ৩১ বছর বয়সী এই ফুটবলার যে পিএসজির বিপক্ষে খেলছেন না ব্যাপারটি নিশ্চিত করেছে তার ক্লাব রিয়াল মাদ্রিদ।
এমএইচবি