• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০১৯, ০৪:০৮ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০১৯, ০৪:১১ পিএম

বিশ্বকাপ ফুটবল বাছাই পর্ব

ভারত-কাতার ম্যাচের বাংলাদেশ দল ঘোষণা

ভারত-কাতার ম্যাচের  বাংলাদেশ দল ঘোষণা
ছবি: বাফুফে

২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপ বাছাইয়ের ভারত ও কাতার ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাফুফে এই দল ঘোষণা করে। 

বাছাইপর্বে ‘ই’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার, ওমান, ভারত ও আফগানিস্তান। এর মধ্যে তাজিকস্তানে আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে হেরে বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশ।

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে ১০ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাতারের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচের পাঁচদিন পর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। 

গোল রক্ষক

আশরাফুল ইসলাম রানা (শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড), মো. শহিদুল আলম (আবাহনী লিমিটেড), আনিসুর রহমান জিকো (বসুন্ধরা কিংস), পাপ্পু আহমেদ (মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড)।

রক্ষণভাগ 

টুটুল হোসেন বাদশাহ (আবাহনী লিমিটেড), সুশান্ত ত্রিপুরা (বসুন্ধরা কিংস), মো. রহমত মিয়া (সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড), মো. ইয়াসিন খান (শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড), বিশ্বনাথ ঘোষ (শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড), রিয়াদুল হাসান (সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড), ইয়াসিন আরাফাত (সাইফ  স্পোর্টিং ক্লাব লিমিটেড), এসএম মনজুরুর রহমান (শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড)

মধ্যমাঠ

মাসুক মিয়া জনি (বসুন্ধরা কিংস), জামাল ভূঁইয়া (সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড), মামুনুল ইসলাম মামুন (আবাহনী লিমিটেড), সোহেল রানা (আবাহনী লিমিটেড), মোহাম্মদ রবিউল হাসান (আরামবাগ ক্রীড়া সংঘ), বিপলু আহমেদ  (শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড), মোহাম্মদ আরিফুর রহমান (আরামবাগ ক্রীড়া সংঘ), মোহাম্মদ ইব্রাহিম (বসুন্ধরা কিংস), তৌহিদুল আলম সবুজ (বসুন্ধরা কিংস)।

আক্রমণভাগ
মোহাম্মদ নাবিব নেওয়াজ জীবন (আবাহনী লিমিটেড), মাহবুবুর রহমান সুফিল (বসুন্ধরা কিংস), মতিন মিয়া (বসুন্ধরা কিংস), মো. সাদ উদ্দিন (আবাহনী লিমিটেড) ও মো. জুয়েল রানা (আবাহনী লিমিটেড)।

এমএইচবি

আরও পড়ুন