
প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধে ২০ মিনিটের মধ্যে দুই গোল করে জয়ের সুবাস পাচ্ছিল জুভেন্টাস। কিন্তু শেষ ২০ মিনিটের মধ্যে দুই গোল শোধ করে দেয়ায় তুরিনের বুড়িদের বিপক্ষে জমজমাট এক ম্যাচে ২-২ গোলে ড্র করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) ওয়ান্ডা মেট্রোপলিটনে অনুষ্ঠিত ‘ডি’ গ্রুপের এই ম্যাচের ৪৮ মিনিটে গঞ্জালো হিগুয়েনের দ্রুত বাড়ানো বল পেয়ে জুয়ান কুয়াড্রাডো বাঁ পায়ের জোরালো শটে গোল করে অতিথিদের লিড এনে দেন। খেলার ৬৫ মিনিটে অ্যালেক্স সান্দ্রোর ক্রসে বল পেয়ে ব্লেইস মাতুইদি হেডে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন।
৭০ মিনিটের মাথায় হোসে জিমেনেজের হেড পাসে বল আদায় করে ডি বক্সের একদম কাছ থেকে হেডে লক্ষ্যভেদ করে স্টেভান সাভিচ অ্যাতলেটিকোর হয়ে ব্যবধান কমান।
খেলার নির্ধারিত সময়ের শেষ মিনিটে কেইরান ট্রিপিয়ারের কর্নার কিক থেকে বল নিয়ে সুযোগ কাজে লাগিয়ে হেক্টর হেরেরা হেডে লক্ষ্যভেদ করলে সমতায় ফেরে অ্যাতলেটিকো। আর এই গোলের সুবাদেই দুই দল ড্র নিয়ে মাঠ ছাড়ে।
‘ডি’ গ্রুপের আরেক ম্যাচে লোকোমোতিভ মস্কোর বিপক্ষে ২-১ গোলে হেরেছে বেয়ার লেভারকুজেন।
আরআইএস