• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০১৯, ০৮:৪৩ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২০, ২০১৯, ০৯:২০ এএম

গ্রিনউডের গোলে জয়ের দেখা পেল ম্যানইউ 

গ্রিনউডের গোলে জয়ের দেখা পেল ম্যানইউ 
রেড ডেভিলদের হয়ে ম্যাসন গ্রিনউড গোল করার পর তাকে ঘিরে উদযাপনে মেতে ওঠে সতীর্থরা। ফটো : টুইটার

ইউরোপা লীগের এবারের মৌসুমের প্রথম দিনের খেলায় ম্যাসন গ্রিনউডের লক্ষভেদে এফসি আস্তানার বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। পল পগবা, অ্যান্থনি মার্শিয়াল, লুক শ ও দানিয়েল জেমস ছাড়া স্বাগতিকরা আক্রমণের পসরা সাজালেও কাঙ্ক্ষিত গোলের দেখা কিছুতেই পাচ্ছিল না। 

বিরতির পর ৭৩ মিনিটে এসে একের পর এক আক্রমণ করতে থাকা ম্যানইউ গোলের দেখা পায়। ফ্রেডের পাস থেকে বল আদায় করে ডান পায়ে দুরহ কোণ থেকে নেয়া শটে দারণ এক গোল করে বসেন ১৭ বছর বয়সী গ্রিনউড। আর তাতেই ইউরোপা লীগে টানা ১২ ম্যাচ অপরাজিত থেকেই মাঠ ছাড়ে ওলে গানার সোলসকায়েরের দল।

রেড ডেভিলদের হয়ে দারুণ এক গোল করে ম্যাচ জয়ের নায়ক বনে যাওয়া গ্রিনউড এখন থেকে নিয়নিত একাদশে নিজের থাকা পাকা করে ফেলবেন বলেই ধারণা করা হচ্ছে। 

আরআইএস 
 

আরও পড়ুন