
ক্যারিয়ারের শেষ ম্যাচে এসে যেন নিজেকে নতুন করে চেনাচ্ছেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমে ফিফটি তুলে নিয়েছেন তিনি।
টস জিতে ফিল্ডিংয়ে নামা আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে তুলে ১৫৫ রান। এর জবাব দিতে নেমে বিধ্বংসী শুরু করেন জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রেন্ডন টেইলর ও হ্যামিল্টন মাসাকাদজা। ১৭ বলে ১৯ রান করে টেইলর ফেরত গেলেও বিদায়ী ম্যাচে মাত্র ২৭ বলে বিধ্বংসী ফিফটি তুলে নিয়েছেন মাসাকাদজা। ৪টি চার ও ৫টি ছক্কায় ৪২ বলে ৭১ রান করে দৈালত জাদরানের বলে সাজঘরে ফেরেন তিনি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ১১০ রান।