
খেলার মাঠে দুই জন সতীর্থ, মাঠের বাইরেও তারা একে অপরের বন্ধু। তবুও তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মধ্যে চলে মধুর এক লড়াই। বাংলাদেশ দলের এই দুই তারকা ক্রিকেটারের মধ্যে দেশের হয়ে রান করার দৌঁড়ে প্রায়ই চলে প্রতিদ্বন্দীতা।
এবার আরও একবার উদ্বোধনী ব্যাটসম্যান তামিমকে ছাড়িয়ে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। টি-টুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পক্ষে এখন সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। শনিবার আফগানিস্তানের বিপক্ষে ৪৫ বলে ৭০ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন সাকিব। আর এতেই তামিমকে ছাড়িয়ে টি-টুয়েন্টি ক্রিকেটে দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক বনে যান তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে ৭৬ টি-টুয়েন্টি ম্যাচ খেলে ৯ ফিফটিতে ১৫৬৭ করেছেন সাকিব, যা বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের পক্ষে সর্বোচ্চ। এতদিন ৭১ ম্যাচ খেলে এক সেঞ্চুরি ও ছয় ফিফটিতে ১৫৫৬ রান করে এই তালিকার শীর্ষে ছিলেন তামিম। ৮০ ম্যাচ থেকে চার ফিফটিতে ১৩৭৭ রান করে তালিকার তৃতীয় স্থানে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
এমএইচবি