
আগের দিন সংবাদিকদের মুখোমুখি হয়ে দল নির্বাচনের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্টদের সমালোচনা করেছিলেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। এবার তার মন্তব্যের জবাব দিয়েছেন বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
ফারুকের মন্তব্যে ক্ষুব্দ নান্নু জানান তার সময়ের চেয়ে এখন কাজের পরিধি বেড়েছে। সে সময়ে কেবল জাতীয় দল ও অনুর্ধ্ব-১৯ দল নিয়ে কাজ করতে হলেও এখন তাদের বেশ কয়েকটি দল নিয়ে একসঙ্গে কাজ করতে হয়। কে কী ভাবছে, তা নিয়ে ভাবছেন না বলেও জানান নান্নু।
রোববার এক বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ও যখন নির্বাচক প্যানেলে ছিল। তখন কী এতোগুলো খেলা ছিল। এতোগুলো টিম তৈরি করতে হয়েছে? শুধু একটা জাতীয় দল নিয়ে পরে থাকতো। আর অনুর্ধ্ব-১৯ ছিল। সুতরাং কে কী বললো এসব নিয়ে মাথা ঘামাই না। টিম ম্যানেজম্যান্টের পরিকল্পনা কী আমি জনগনকে বলে বেড়াবো?’
তিনি আরও বলেন, ‘আমাদের একসাথে তিনটা টিম খেলছে। তিনটা টিমকে ব্যালেন্স করে একটা জায়গায় নিয়ে আসা অনেক কঠিন ব্যাপার। সে হিসাবে আমরা একটা ভালো দিকে চলে এসেছি। ৬০ জন খেলোয়াড় নিয়ে নাড়াচাড়া করছি। সামনেই এর সুফল দেখতে পারবেন।’
এমএইচবি