
২০২২ বিশ্বকাপ বাছাইয়ে‘ই’ গ্রুপে বাংলাদেশ খেলছে কাতার, ওমান, ভারত ও আফগানিস্তানের সঙ্গে। প্রথম ম্যাচে তাজিকস্তানের দুশানবেতে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে আফগানদের কাছে ১-০ গোলে হেরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।
দ্বিতীয় ম্যাচে আগামী ১০ অক্টোবর বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাতারের বিপক্ষে লড়বে বাংলাদেশ। চারদিন পর ১৫ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। দুইটি ম্যাচই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।
ভারত ও কাতার ম্যাচের প্রস্তুতি হিসেবে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ২৯ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর মাঠে নামবে জেমি ডের শিষ্যরা।