
ইংলিশ প্রিমিয়ার লীগে দারুণ সময় কাটছে গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয়ী লিভারপুলের। রোববার (২২ সেপ্টেম্বর) রাতে আরেক জায়ান্ট চেলসিকে ২-১ গোলে হারিয়ে লীগে টানা ষষ্ঠ জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। এই জয়ে প্রথম দল হিসেবে প্রিমিয়ার লীগে টানা ছয় ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে লিভারপুল।
ম্যাচের ১৪ মিনিটের মাথায় চেলসির মাঠ স্ট্যাম্পফোর্ড ব্রিজে এগিয়ে যায় সফরকারীরা। পেনাল্টি বক্সের সামান্য বাইরে থেকে পাওয়া ফ্রি-কিকটি আলতো টোকায় তুলে দেন মোহাম্মদ সালাহ। এরপর ডান পায়ের দারুণ শটে বল জালে পাঠান আলেকজ্যান্ডা আর্নল্ড।
এরপর ৩৭ মিনিটে অল রেডদের হয়ে ব্যবধান দিগুন করেন রবার্তো ফিরমিনো। পেনাল্টি বক্সের বাইরে বাম পাশে ফ্রি-কিক থেকে পাওয়ার ক্রস হেড দিয়ে গোল করেন তিনি।
বিরতির পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে চেলসি। ৭১ মিনিটে ডিফেন্ডারে জটলার মধ্য দিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এনগোলো কন্তে। ৮০ মিনিটে সমতায় ফেরার সুযোগ আসে চেলসির সামনে, কিন্তু লিভারপুলের গোলরক্ষক তাদের বাঁচিয়ে দেন। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে ইয়্যুর্গেন ক্লপ শিষ্যরা।
অন্যদিকে, প্রিমিয়ার লীগে নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে দ্বিতীয়বারের মতো হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েস্ট হ্যামের মাঠে ২-০ গোলে হেরেছে ম্যানইউ। বিরতিতে যাওয়ার এক মিনিট আগে ফেলিপ অ্যান্ডারসনের পাস থেকে ওয়েস্ট হ্যামকে এগিয়ে দেন তাদের রাশিয়ান ফরোয়ার্ড আন্দ্রি ইয়ারমোলেঙ্কো। এরপর ৮৪ মিনিটে ব্যবধান দিগুন করেন অ্যারন ক্রেসওয়েল।
রাতের আরেক ম্যাচে অ্যাস্টোন ভিলার বিপক্ষে জয় পেয়েছে আর্সেনাল। ৮০ মিনিট পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত দশজনের দল নিয়ে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা।
এমএইচবি