
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী (এফটিপি) আগামী অক্টোবর মাসে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও তা বাতিল করে দিয়েছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে অক্টোবরে না আসলেও ২০২১ সালে ভারতে অনুষ্ঠেয় টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজটি খেলতে বাংলাদেশে সফরে আসবে।
এদিকে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে টাইগারদের তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ক্যাঙ্গারুদের বাংলাদেশে আসার কথা থাকলেও তা হচ্ছে না। আগামী বছরের জুন-জুলাইয়ে টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হবে।
আরআইএস