
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ খেলেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) বার্বাডোজ ট্রাইডেন্টের হয়ে খেলার জন্য ঢাকা ত্যাগ করবেন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সাকিব ঢাকা ছাড়বেন। ইতিমধ্যে সিপিএল খেলার জন্য তাকে অনাপত্তিপত্র প্রদান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে সিপিএলে যোগ দিলেও, সাকিব আল হাসানকে ভারত সফরের প্রস্তুতি ক্যাম্পের শুরু থেকেই বোর্ড পেতে চায় বলে ক্রিকবাজকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। যদিও তার দেশে ফেরার ব্যাপারে বিসিবি এখনো কোনো দিনক্ষণ চূড়ান্ত করে দেয়নি।
আরআইএস