• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৯, ০৬:১২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০১৯, ০৬:১৫ পিএম

দেরিতে টস, শঙ্কায় ম্যাচ 

দেরিতে টস, শঙ্কায় ম্যাচ 
ছবি : দৈনিক জাগরণ

ঘরের মাঠে প্রথমবারের মতো শিরোপা জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। ফাইনাল জুজু কাটিয়ে বিশ্বকাপের আগে প্রথমবারের মতো আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার সুযোগ প্রথমবার নিজেদের মাটিতে শিরোপা উৎযাপনের।

সেই লক্ষ্যে ‘ও ভাই’ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বৃষ্টির কারণে তা ঠিক সময়ে শুরু করা সম্ভব হচ্ছে না। সন্ধ্যা ছয়টায় টস হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। টস হতে দেরি হবে। শঙ্কা আছে খেলা মাঠে গড়ানো নিয়েও। 

সকাল থেকেই ঢাকার আকাশে মেঘেদের আনাগোনা দেখা গেছে। দুপুরের দিক থেকে গুড়িগুড়ি করে তা পড়ছে সন্ধ্যা পর্যন্ত। এদিকে, যদি খেলা মাঠে না গড়ায় তাহলে যৌথ চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ভাগাভাগি করতে হবে দুই দলকে। 

এমএইচবি

আরও পড়ুন