
প্রথমবারের মতো ক্রিকেটের অভিজাত ফরম্যাটে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। যারা এই সংস্করণের সবচেয়ে নবীনতম দল। অন্যদিকে প্রায় দুই দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সাদা পোশাকে মাঠে নামছে বাংলাদেশ। কিন্তু প্রথম দেখায়ই আফগানদের কাছে টেস্টে হেরে গেছে সাকিব-মাহমুদুল্লাহরা।
তাও পাঁচদিনের ম্যাচে এক মুহূর্তের জন্যও প্রতিদ্বন্দীতা না গড়েই। এটাই যেন ক্ষততে আরও দাগ কেটে যায়। ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের ফাইনাল বৃষ্টিতে ভেসে যাওয়ার পর সংবাদ সম্মেলনে এসেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার কাছ থেকে জানতে চাওয়া হলো আফগানদের কাছ থেকে বাংলাদেশের কিছু শেখার আছে কি না।
এমন প্রশ্নে যেন বেজায় আপত্তি তার। আফগানদের কৃতিত্ব দিলেও শিখতে রাজী নন রিয়াদ। তার মতে প্রতিপক্ষের ভালো খেলা ও নিজেদের ভুলের কারণেই ২২৪ রানের এত বড় হার।
তিনি বলেন, ‘আমার মনে হয় না, ওদের কাছ থেকে আমাদের কিছু শেখার আছে। আমাদের ভুলের পরিমাণ বেশি ছিল, সে কারণে হয়তো ফল আমাদের পক্ষে আসেনি। একই সঙ্গে ওদের কৃতিত্বও দিতে হবে। ওরা খুব ভালো ক্রিকেট খেলেছে। আর আমরা খুব বাজে ক্রিকেট খেলেছি।’
এমএইচবি