
বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো ঢাকায় এসেছেন এক মাসের বেশি হলো। জাতীয় দলের দায়িত্ব নেয়ার পরই শুরু হয়েছে ব্যস্ততা। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ, সব মিলিয়ে কেটে গেছে এক মাসের বেশি সময়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে শেষ হয়েছে ত্রিদেশীয় সিরিজ। যেখানে যৌথ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আগামী নভেম্বরের ভারত সফরের আগে আপাতত আর বাংলাদেশ জাতীয় দলের খেলা নেই। তাই ছুটি কাটাতে ডমিঙ্গোর যাওয়ার কথা নিজ দেশ দক্ষিণ আফ্রিকায়।
তবে দেশে না গিয়ে টাইগারদের হেড কোচ যাচ্ছেন শ্রীলঙ্কায়। সেখানে গিয়ে ‘এ’ দলের খেলা দেখবেন ডমিঙ্গো। মঙ্গলবার ফাইনাল শেষ করে বুধবারই শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে তার। যেখানে ডমিঙ্গোর সঙ্গী হবেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি যাবেন বৃহস্পতিবার।
এমএইচবি