
অবৈধ ও অনুনোমদিত মদ রাখার দায়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) মো. লোকমান হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য।লোকমানের দাবি ছিল- রাজনৈতিক চাপের মুখে তিনি জুয়ার জন্য ক্লাবের ঘর ভাড়া দিতে বাধ্য হন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরীপাড়ার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।এসময় তার বাসা থেকে বিপুল পরিমাণে মদ জব্দ করা হয় বলে জানিয়েছেন র্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ।
এদিকে, জুয়ার আখড়া বন্ধে কয়েকটি ক্লাবে র্যাবের অভিযানের পর গত রোববার মতিঝিলে মোহামেডান ক্লাবে অভিযান চালায় পুলিশ।
এই ক্লাবে দুটো রুলেট টেবিল, নয়টি বোর্ড, বিপুল পরিমাণ কার্ড, ১১টি ওয়্যারলেস সেট ও ১০টি বিভিন্ন ধরনের চাকু পাওয়া যায়
বিএস/টিএফ