
সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারানোর পর ভারতকে রুখে দিয়ে তাদের বিপক্ষে গোলশূন্য ড্র করে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে রেখেছে বাংলাদেশ। তবে লাল-সবুজের দল ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন নাকি রানার্সআপ হয়েছে, তা নিশ্চিত হওয়া যাচ্ছিল না।
বুধবার (২৫ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। এর আগে তারা বাংলাদেশের বিপক্ষে গোলশূন্য ড্র করে। ফলে বাংলাদেশ ও ভারতের জয়, পরাজয়, পয়েন্ট ও গোল ব্যবধান সমান হয়ে যায়। তাই টসের মাধ্যমে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারিত হয়। টসে হেরে যাওয়ায় গ্রুপ রানার্সআপ হয়ে যায় বাংলাদেশ।
আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টায় অনুষ্ঠেয় প্রথম সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। একইদিন বেলা সোয়া ৩টায় দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ মালদ্বীপ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল খেলা হবে ২৯ সেপ্টেম্বর।
এদিকে, সেমিফাইনাল ম্যাচের আগে তিনদিনের বিশ্রাম পাওয়ার সুযোগে নিজেদের ফিটনেস নিয়ে কাজ করছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা। শিষ্যদের দুর্বলতা বের করে তা সমাধানের জন্য কাজ করে যাচ্ছেন কোচ পিটার টার্নার।
আরআইএস