• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০১৯, ০৪:৫১ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০১৯, ০৪:৫১ পিএম

আমাদের অবকাঠামো অস্ট্রেলিয়া-ভারতের মতো না: সাকিব

আমাদের অবকাঠামো অস্ট্রেলিয়া-ভারতের মতো না: সাকিব
ছবি: বিসিবি

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে প্রথম দেখাতেই হেরে গেছে বাংলাদেশ। আফগানরা ২২৪ রানের সহজ জয় পেয়েছে। চট্টগ্রামের ওই টেস্টের পরই বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছিলেন এখানে লজ্জার কিছু নেই। 

সম্প্রতি সিপিএল খেলতে দেশ ছেড়েছেন সাকিব। যাওয়ার আগে যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন ওই টেস্ট এবং সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজ প্রসঙ্গে।  

সাকিব বলেন, ‘টেস্ট ম্যাচটা বিশেষ করে আমাদের ভালো যায়নি। একটা ভালো দিক যে এখানে আমাদের কোনো পয়েন্ট হারাতে হয়নি। সেই দিক থেকে চিন্তা করলে তেমন চিন্তার কিছু না। কিন্তু টি-টুয়েন্টিতে আমরা পুরো সামর্থ্য অনুযায়ী খেলতে না পারলেও, চার ম্যাচের তিনটাতে জিতেছি। এটা কিন্তু খারাপ না।’ 

বাংলাদেশ দলের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন। সাকিব অবশ্য সবাইকে ধৈর্য্য ধরার পরামর্শ দিয়েছেন, সময়ের সঙ্গেই সব ঠিক হয়ে আসবে বলে মত তার। 

সাকিব আরও বলেন, ‘কিছু কিছু সময় তো এরকম হয়। যখন একটা পুর্নগঠনের প্রক্রিয়া চলে, তখন সব দেশই এমন পরিস্থিতিতে পড়ে  যেহেতু আমাদের অবকাঠামো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ভারতের মতো শক্ত না। তাই আমাদের একটু বেশি সময় লাগবে। সবকিছু মিলিয়ে বিসিবি বেশ কঠিন সময় পার করছে। এই সময়টুকু বাংলাদেশের মানুষদের ধৈর্য্য রাখা উচিত।’

এমএইচবি

আরও পড়ুন