• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০১৯, ০৫:৫২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০১৯, ০৫:৫২ পিএম

রোনালদোর সঙ্গে তুলনা করবেন না: রদ্রিগো

রোনালদোর সঙ্গে তুলনা করবেন না: রদ্রিগো
সংগৃহীত ছবি

বয়সটা মাত্র ১৮। এই বয়সেই অভিষেক হয়েছে বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে। তাও সেটা স্বপ্নের মতো। ভিনিসিয়াস জুনিয়রের বদলি হিসেবে ৭১ মিনিটে মাঠে নামেন রদ্রিগো। নেমেই মাত্র ৯৩ সেকেন্ডে গোল করে বসেন তিনি।

এমন স্বপ্নের মতো অভিষেকের পরই ব্রাজিলিয়ান রদ্রিগোকে সবাই তুলনা করতে শুরু করেছে তার স্বদেশি কিংবদন্তি ফুটবলার রোনালদোর সঙ্গে। ২০০২ সালে দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে অভিষেক ম্যাচে মাঠে নামার মাত্র ৬২ সেকেন্ডের মাথায় গোল করেন তিনি। এখনো রেকর্ডটি অক্ষুন্ন আছে। 

তবে এই তুলনায় আপত্তি রদ্রিগোর। তিনি বলেন, ‘আমাকে রোনালদোর সঙ্গে তুলনা করবেন না। কারণ তিনি ফুটবলের সব সময়ের সেরাদের একজন এবং আমার দেশেরও।’ 

তিনি আরও বলেন, ‘গোলের সময় আমার বল নিয়ন্ত্রণ ভালো ছিল, আর বুঝতে পারছিলাম গোল করা সম্ভব। আমি সবসময়ই দেখাতে চাই এখানে (রিয়ালে) খেলার যোগ্যতা আমার আছে। আমি খুব খুশি। জিদান আমার ওপর পূর্ণ আস্থা রেখেছেন, আমার মনে হয় সেই কারণেই সবকিছু ভালো হয়েছে।’ 

এমএইচবি

আরও পড়ুন