• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০১৯, ০২:৩০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৭, ২০১৯, ০৪:০১ পিএম

এটা কি ফতুল্লা স্টেডিয়াম, নাকি পুকুর!

এটা কি ফতুল্লা স্টেডিয়াম, নাকি পুকুর!
ফতুল্লা স্টেডিয়ামের বেহাল দশা।যমুনা টিভি

২০০৬ সালের ২৩ মার্চ বাংলাদেশ ও কেনিয়ার ওডিআই দিয়ে যাত্রা শুরু করে নারায়নগঞ্জের ফতুল্লাহ'র খান সাহেব ওসমান আলি স্টেডিয়াম। ওই বছরই ২৮ এপ্রিল বাংলাদেশ ও ভারতের ওডিআই ম্যাচটি এখনো পর্যন্ত এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটে রঙিন পোশাকের শেষ ম্যাচ। 

কোনো টি টুয়েন্টি খেলা না হলেও ২০০৬ সালের ৯-১৩ এপ্রিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ দিয়ে শুরু হয় ফতুল্লাহ স্টেডিয়ামে টেস্ট ম্যাচ খেলার। ২০১৫ সালের ১০-১৪ জুন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দিয়ে শেষ হয় এই স্টেডিয়ামের টেস্ট ম্যাচের ইতিহাস।

এখনো ঘরোয়া ক্রিকেট ও বিভিন্ন টুর্নামেন্টের খেলা হয় ফতুল্লাহ স্টেডিয়ামে। তবে এক সময়ের আন্তর্জাতিক এই স্টেডিয়ামের এখন এতটাই বেহাল দশা, যা দেখলে হতাশ হয়ে যাবেন যে কেউ। অনেকে হয়ত পুকুর ভেবেই ভুল করে ফেলতে পারেন। 

দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না হওয়ায় অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় ফতুল্লা স্টেডিয়ামের চারপাশ। যে খাল দিয়ে পানি নিষ্কাশন হতো সেটার পানিতেই এখন জলাবদ্ধতার সৃষ্টি হয়। এলাকাবাসীর দাবি, দ্রুত স্টেডিয়ামের পাশে ময়লা অপসারণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা এবং নিয়মিত আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করা হোক।

সূত্র : যমুনা টিভি

এমএইচবি

আরও পড়ুন