
মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার বিরুদ্ধে করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় শুক্রবার (২৭ সেপ্টেম্বর)এই রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী।
গত বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে লোকমান হোসেন ভূঁইয়াকে রাজধানীতে তার মণিপুরীপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।
পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, অভিযানের সময় বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার পাওয়া যায়। তিনি কী কারণে এত মদ বাসায় রাখলেন তা তদন্ত করে দেখা হবে।
ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে লোকমান হোসেন ভূঁইয়ার বাসায় অভিযান চালায় র্যাব।
এমএ/বিএস