• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০১৯, ০৮:২৭ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০১৯, ০৮:২৭ এএম

আর্জেন্টিনার দলে নেই মেসি-আগুয়েরো, আছেন দিবালা

আর্জেন্টিনার দলে নেই মেসি-আগুয়েরো, আছেন দিবালা
ফাইল ছবি

অক্টোবরে জার্মানি ও একুয়েডরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। যেখানে নিষেধাজ্ঞার কারণে নেই লিওনেল মেসি, জায়গা হয়নি আরেক তারকা ফুটবলার সার্জিও আগুয়েরোরও। তবে দলে আছেন জুভেন্টাসের আর্জেন্টাইন ফরওয়ার্ড পাওলো দিবালা। 

ওই দুই ম্যাচের জন্য শুক্রবার ২৬ সদস্যের দল ঘোষণা করেন কোচ লিওনেল স্কালোনি। কোপা লিবের্তাদোরেস ম্যাচের জন্য এই দলে রাখা হয়নি বোকা জুনিয়র্স ও রিভার প্লেটের কোনো খেলোয়াড়কে।

আগামী ৯ অক্টোবর সিগনাল-ইদুনা-পার্ক স্টেয়িামে স্বাগতিক জার্মানির মুখোমুখি হবে আর্জেন্টিনা। চারদিন পর ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে স্কালোনির শিষ্যরা। 

আর্জেন্টিনা দল

গোলরক্ষক: হুয়ান মুসো (উদিনেসে), আগুস্তিন মার্চেসিন (পোর্তো), এমিলিয়ানো মার্তিনেস (আর্সেনাল)

ডিফেন্ডার: হুয়ান ফইথ (টটেনহ্যাম), রেনসো সারাভিয়া (পোর্তো),নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি),  হের্মান পেস্সেইয়া (ফিওরেন্তিনা), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), মার্কোস রোহো (ম্যানচেস্টার ইউনাইটেড), ওয়াল্তার কান্নেমান (গ্রেমিও), লিওনার্দো বালের্দি (বরুসিয়া ডর্টমুন্ড)

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেস (আমেরিকা), মাতিয়াস জারাসো (রেসিং), নিকোলাস দোমিনগেস (ভালেস), রদ্রিগো দে পল (উদিনেজে), মার্কোস আকুনা (স্পোর্তিং লিসবন), রবের্তো পেরেইরা (ওয়াটফোর্ড), আনহেল কোররেয়া (আতলেতিকো মাদ্রিদ), লুকাস ওকামপোস (সেভিয়া), এরিক লামেলা (টটেনহ্যাম হটস্পার)

ফরোয়ার্ড: মাতিয়াস ভার্গাস (এস্পানিওল), নিকোলাস গনসালেস (স্টুর্টগার্ট), লুকাস আলারিও (বেয়ার লেভারকুজেন), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), পাওলো দিবালা (জুভেন্টাস)

এমএইচবি

আরও পড়ুন