
২০২২ সালের বিশ্বকাপে মদ্যপদের আতিথেয়তা দেবে কাতার। বেশ কয়েক দিন ধরেই আলোচনা চলছিল ব্যাপারটি নিয়ে। রক্ষণশীল দেশ হওয়ায় সেখানে মদ পান করা যাবে কি না এ নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে আয়োজক কমিটির প্রধান নির্বাহী নাসের আল খাতের জানিয়েছেন বিশ্বকাপ চলাকালীন কাতারে মদ বৈধ করে দেয়া হবে।
তিনি বলেন, ‘এটা ঠিক যে, কাতার একটা রক্ষণশীল ও শালীন দেশ। অ্যালকোহল আমাদের সংস্কৃতির অংশ নয়। কিন্তু আতিথেয়তা আমাদের সংস্কৃতিতেই আছে। আমরা এটা নিশ্চিত করব যাতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফুটবল সমর্থকরা বিশ্বকাপের সময় মদ্যপান করতে পারে। ঐতিহ্যবাহী জায়গার বদলে কিছু নির্দিষ্ট জায়গা থাকবে। সেখানেই মদ্যপান করা যাবে। কিন্তু মদের দাম কি হবে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব।’
মদ পানের নিশ্চিয়তা দিলেও স্টেডিয়াম কিংবা ফ্যান জোনে মদ পান করা যাবে কি না এ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।বর্তমানে কাতারে হাফ লিটার বিয়ারের দাম ১৫ ডলার। তারা চেষ্টা করছে বিশ্বকাপের জন্য মদের দাম কমাতে।
এমএইচবি