
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। সরল মনের মানুষ হিসেবেই সবার কাছে পরিচিত তিনি। বিভিন্ন কাজের জন্যই আলোচনায় থাকেন মাশরাফী। সাধারণ মানুষের মতো চলা-ফেরায় সুখ্যাতিও আছে তার।
এবার নতুন এক ঘটনায় আলোচনায় এসেছেন এই সংসদ সদস্য। ছেলেকে সাঁতার শেখাচ্ছেন এমন একটি ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা যায় নড়াইলে নদীতে ছেলে সাহেল মোর্ত্তজাকে সাতাঁর শেখাচ্ছেন মাশরাফী।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেন তার ভাই মোরসালিন বিন মোর্ত্তজা। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন: