
ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ২০১৬ অলিম্পিকে ডোপ কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়ার জন্য রাশিয়ার ট্র্যাক এন্ড ফিল্ড অ্যাথলেটদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছিল।
এর আগে বিশ্ব ডোপিং বিরোধী সংস্থা ‘ওয়াডা’ ২০১৪ সালের সোচিতে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে রাশিয়ার অ্যাথলেটদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বলবর্ধক বা ডোপিং করার প্রমাণ পায়। ২০১৫ সালে তদন্তে দুর্নীতি ও ডোপ টেস্টে অসঙ্গতির জন্য রাশিয়ার ডোপ বিরোধী সংস্থাকে নিষেধাজ্ঞা দিয়েছিল ‘ওয়াডা’।
এতকিছুর পরেও ডোপ কেলেঙ্কারি যেন রাশিয়ার পিছু ছাড়ছে না। মস্কো ল্যাব থেকে মাদক পরীক্ষার তথ্য উপাত্ত সরিয়ে ফেলার অভিযোগে এখন দেশটি অলিম্পিক ও বিশ্বচ্যাম্পিয়নশিপে সব ধরণের ইভেন্টে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বলে জানিয়েছে ‘ওয়াডা’।
যদিও রাশিয়াকে মাদক পরীক্ষায় অসঙ্গতির ব্যাপারে কারণ দর্শাতে তিন সপ্তাহের সময় দেয়া হয়েছে। উপযুক্ত কারণ দর্শাতে ব্যর্থ হলে আসন্ন টোকিও অলিম্পিক ও বিশ্বচ্যাম্পিনশিপের আসর থেকে বাদ পড়বে রাশিয়া। এমনকি তারা মেজর কোনো ইভেন্টের আয়োজক দেশও হতে পারবে না।
এদিকে, ডোপ কেলেঙ্কারির ঘটনার বিষয়ে পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছেন রাশিয়ার ক্রীড়ামন্ত্রী।
আরআইএস