• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০১৯, ০৬:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০১৯, ০৬:৫৫ পিএম

পিছিয়ে গেল পাকিস্তান-শ্রীলঙ্কার ওয়ানডে ম্যাচ 

পিছিয়ে গেল পাকিস্তান-শ্রীলঙ্কার ওয়ানডে ম্যাচ 
ওয়ানডে সিরিজের ট্রফিসহ ফটো সেশনে সরফরাজ আহমেদ এবং লাহিরু থিরিমান্নে।

এক দশক ধরে নিজেদের মাঠে বড় কোনো দলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করতে পারেনি পাকিস্তান। জিম্বাবুয়ে বাদে এই সময়ে কোনো বড় দল সফর করেনি সেখানে। 

শুক্রবার (২৭ সেপ্টম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তাদের মাঠে নামার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। ফলে দীর্ঘ ১০ বছর পর করাচি ন্যাশনাল স্টেডিয়ামে কোনো ওয়ানডে ম্যাচ দেখা থেকে বঞ্চিত হয় দর্শকরা। 

সূচি অনুযায়ী ২৯ সেপ্টেম্বর করাচিতেই দ্বিতীয় ওয়ানডে হওয়ার কথা রয়েছে। কিন্তু বৃষ্টির পূর্বাভাসের কারণে এই ম্যাচ ঘিরেও শঙ্কা জেগেছে। তাই শেষ পর্যন্ত ম্যাচটি একদিন পিছিয়ে দিতে বাধ্য হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর।

বিষয়টি নিশ্চিত করে পিসিবির পরিচালক জাকির খান এক বিবৃতিতে বলেছেন, আমি শ্রীলঙ্কা ক্রিকেটের কাছে সেইসঙ্গে আমাদের ব্রডকাস্টারদের প্রতি কৃতজ্ঞ। নতুন সিডিউলে তারা সম্মতি দিয়েছেন। 

সিরিজের তৃতীয় ওয়ানডের সূচিতে অবশ্য পরিবর্তিত হয়নি। আগামী ২ অক্টোবর করাচিতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে লাহোরে উড়াল দেবে দুই দল।

আরআইএস 

আরও পড়ুন