• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০১৯, ০৮:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০১৯, ০৮:৪৮ পিএম

বার্বাডোজ ট্রাইডেন্টে যোগ দিলেন সাকিব 

বার্বাডোজ ট্রাইডেন্টে যোগ দিলেন সাকিব 
সিপিএলে নিজ দল বার্বাডোজ ট্রাইডেন্টের সকলের সঙ্গে গ্রুপ ফটো তুলেছেন সাকিব আল হাসান। ফটো : ফেসবুক

ক্যারিবীয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) খেলার জন্য ইতোমধ্যে নিজ দল বার্বাডোজ ট্রাইডেন্টের সঙ্গে যোগ দিয়েছেন টাইগারদের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৭ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে টিম বার্বাডোজ ক্যাপশন দিয়ে সাকিব সিপিএলে তার নিজ দলের সকলের সঙ্গে একটি গ্রুপ ফটো আপলোড করে বিষয়টি তার ভক্তদের নিশ্চিত করেন। 

এর আগে জাতিসংঘের সংস্থা ইউনিসেফের এক সভায় যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ককে গিয়েছিলেন সাকিব। সেখানে রাখা বক্তব্যে তিনি বাংলাদেশ ক্রিকেট দল ছন্দপতন কাটিয়ে খুব শিগগিরই ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ প্রকাশ করেন। 

ইউনিসেফের ওই সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী ইউনিসেফের শুভেচ্ছা দূত সাকিবের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের ক্রিকেটের বিষয়ে খোঁজ-খবর নেন।

আরআইএস  
 

আরও পড়ুন