
ক্যারিবীয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) বার্বাডোজ ট্রাইডেন্টের হয়ে প্রথম ম্যাচে খেলতে নেমেই ব্যাটে-বলে নিজের অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে ছাড়লেন টাইগারদের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। যদিও তার দল নাটকীয় ম্যাচে মাত্র ১ রানে হেরেছে।
শেষ ওভারে সাকিবের দলের জয়ের জন্য দরকার ছিল ১২ রান। কিন্তু ওই ওভারে ১০ রানের বেশি তুলতে পারেনি ট্রাইডেন্ট, উল্টো ২ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায়।
রোববার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে ব্রিজটাউনে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নামা সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ৭ উইকেটে ১৪৯ রানের বেশি করতে পারেনি।
প্যাট্রিয়টসকে অল্প রানে বেঁধে রাখার কৃতিত্ব প্রথম ওভারে বল হাতে তুলে নিয়ে মেইডেন পাওয়া সাকিব অবশ্যই পাবেন। ৪ ওভারে ১ উইকেটের বেশি না পেলেও মাত্র ১৪ রান দিয়ে নিয়ন্ত্রিত বোলিং করে নিজের কাজটা তিনি একদম ঠিকঠাকভাবেই করেছেন। ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক কার্লোস ব্র্যাথওয়েডকে নিজের তৃতীয় ওভারে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন সুপার-৭৫। ম্যাচে একমাত্র বোলার হিসেবে চার-ছক্কার মার না খাওয়া ক্রিকেটারের নামও সাকিব।
১৫০ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে জনসন চার্লস, অ্যালেক্স হেলস, জেসন হোল্ডারদের মতো ব্যাটসম্যান থাকা সত্ত্বেও বার্বাডোজ ট্রাইডেন্ট তাদের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স পায়নি। দলের হয়ে ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরার ছিলেন মি. অলরাউন্ডার। ২৫ বলে ৩ চার ও ১ ছক্কার মারে ৩৮ রান করার পর তিনি লং অনে ব্র্যাথওয়েটের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।
সাকিব আউট হওয়ার পরেও ট্রাইডেন্টের জয়ের জন্য দরকার ছিল ৫২ বলে ৬৫ রান, হাতে ছিল ৭ উইকেট। কিন্তু বাকি ব্যাটসম্যানরা দায়িত্ব নিতে পারেননি। যদিও শেষ ওভারে জয়ের দারুণ সুযোগ এসেছিল। ডমিনিক ড্রেকসের করা ওভারের প্রথম বলটি ছিল ওয়াইড, পরের বলে ছক্কা মারেন রেইফার। পরের বলে রেইফার রান আউট হন। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ২ রান। কিন্তু হ্যারি গার্নি বোল্ড হয়ে গেলে মাত্র ১ রানে হেরে যায় সাকিবের দল।
আরআইএস