
ইতালিয়ান লীগ সিরি ‘এ’তে এক ম্যাচ পর মাঠে ফিরেই গোলের দেখা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, একইসঙ্গে জিতেছে তার দল জুভেন্টাস।
শনিবার (২৮ সেপ্টেম্বর) অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের স্পালের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে তুরিনের বুড়িরা।
প্রথমার্ধের শেষ মিনিটে মিরালমে পিজানিচের গোলে লিড পায় স্বাগতিকরা। বিরতির পর ৭৮ মিনিটের মাথায় পাওলো দিবালার পাসে বল পেয়ে হেডে বল জালে জড়ান সিআর সেভেন।
আরেক ম্যাচে সাম্পডরিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান। সাসুওলোকে ৪-১ গোলে হারিয়েছে আটলান্টা।
এখন পর্যন্ত ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ইন্টার মিলান। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জুভেন্টাস।
আরআইএস