• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০১৯, ০৯:১৩ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০১৯, ০৯:১৩ এএম

সিপিএল: শেষ চারে সাকিবের বার্বাডোজ

সিপিএল: শেষ চারে সাকিবের বার্বাডোজ
সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে ব্যাটিং করা অবস্থায় সাকিব আল হাসান। ফটো : সংগৃহীত

সেন্ট লুসিয়া জুকসকে ২৪ রানে হারিয়ে ক্যারিবীয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) শেষ চারে খেলা নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল বার্বাডোজ ট্রাইডেন্ট।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে ব্রিজটাউনে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নামা ব্রিজটাউন ৬ উইকেটে ১৪১ রানের বেশি করতে পারেনি।

ওপেনিং ব্যাটসম্যান জনসন চার্লস ৩৬ বলে ৪৭ রানের ইনিংস খেললেও আরেক ওপেনার অ্যালেক্স হেলস শূন্য রানে আউট হন। তিন নম্বরে ব্যাট করতে নামা সাকিব ২১ বলে ২ চারের মারে ২২ রান করেন। জাস্টিন গ্রেয়াভেস ২৭ রান করলেও তা ছিল অনেক ধীরগতিতে (২৮ বল), বড় স্কোর করতে পারেননি জেপি ডুমিনি (১৩ রান)।

জবানে সেন্ট লুসিয়া জুকস অতি সহজেই ম্যাচ জিততে চলেছিল। প্লে অফে খেলা নিশ্চিত করতে শেষ ২৮ বলে তাদের দরকার ছিল মাত্র ৩১ রান, হাতে ছিল ৬ উইকেট। কিন্তু লেগ স্পিনার হেইডেন ওয়ালশের ভেল্কিতে ৪ উইকেটে ১১১ থেকে ৮ উইকেটে ১১৩ রানের দলে পরিণত হয় সেন্ট লুসিয়া। শেষ দুই উইকেট তুলে নিয়ে সেন্ট লুসিয়ার কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন ওয়ালশ নিজেই। 

এছাড়া, বার্বাডোজের হয়ে হ্যারি গার্নি ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন ৩ উইকেট। বল হাতে সাকিবের অবদানকেও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ৪ ওভার বল করে একটি উইকেট পেলেও ২০ রানের বেশি দেননি টাইগারদের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক। 

আরআইএস 

আরও পড়ুন