• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০১৯, ১১:১৬ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০১৯, ১১:১৬ এএম

এসি মিলানের দুর্দশা কাটছে না 

এসি মিলানের দুর্দশা কাটছে না 
টানা তৃতীয় পরাজয়ের পর এভাবেই বিধ্বস্ত হয়ে পড়ে এসি মিলানের ফুটবলাররা। ফটো : রয়টার্স

লীগ সিরি ‘এ’তে দুর্দশা থেকে নিজেদের বের করতে পারছে না এসি মিলান। ফিওরেন্টিনার কাছে ৩-১ গোলে হেরে গিয়ে টানা তৃতীয় পরাজয়ের স্বাদ পেল ইতালিয়ান জায়ান্টরা। 

রোববার (২৯ সেপ্টেম্বর) সানসিরো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১৪ মিনিটে স্পট কিক থেকে ফিওরেন্টিনাকে এগিয়ে নেন এরিক পুলগার। 

বিরতির পর ৫৫ মিনিটে ফ্র্যাঙ্ক রিবেরিকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মাতেও মুসাচ্চিও, তাতে বড় এক ধাক্কা খায় স্বাগতিকরা। সেই সুযোগ কাজে লাগিয়ে ৬৮ মিনিটের মাথায় গায়েতানো ক্যাস্ট্রোভিলি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

ম্যাচের ৭৮ মিনিটে ফ্র্যাঙ্ক রিবেরি লক্ষ্যভেদ করলে তিন গোলের লিড পায় অতিথিরা। ৮০ মিনিটে রাফালেও লেয়াও বল জালে জড়িয়ে এসি মিলানের পক্ষে শান্তনাসূচক গোলটি করেন। 

আরেক ম্যাচে ব্রেসসিয়াকে ২-১ গোলে হারিয়েছে নাপোলি। জেনোয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে লাজিও। লেসের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে এএস রোমা। একই ব্যবধানে বলগানার বিপক্ষে জিতেছে উদিনেস। ক্যাগ্লিয়ারি এবং ভেরোনার ম্যাচতি ১-১ গোলে ড্র হয়েছে। 

টানা তিন পরাজয়ের ফলে পয়েন্ট টেবিলের ষোলতে নেমে গেছে ৬ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট পাওয়া এসি মিলান। এখন পর্যন্ত ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ইন্টার মিলান। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জুভেন্টাস। 

আরআইএস 
 

আরও পড়ুন