
ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্সেনালের হাই ভোল্টেজ ম্যাচটি ঘিরে সবার মধ্যে আলাদা এক আগ্রহ সৃষ্টি হয়েছিল। তবে অগোছালো ফুটবল উপহার দিয়ে দুই দল সেই উত্তাপ ছড়াতে পারেনি।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। যার ফলে ম্যানইউর ঘরে ১৩ বছরের জয়ের খরা ঘোচাতে পারেনি গানাররা।
পাল্টা আক্রমণ নির্ভর খেলা দুই দলের ফিনিশিং খুবই দুর্বল ছিল, যা দর্শকদের হতাশ করেছে। যদিও প্রথমার্ধের শেষ মিনিটে ইনজুরি থেকে সেরে উঠে শেষ পর্যন্ত মাঠে নামা মার্কাস র্যাশফোর্ডের পাসে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করে ম্যানইউকে লিড এনে দেন স্কট ম্যাকটমিনে।
বিরতির পর ৫৮ মিনিটের মাথায় বাকায়ো সাকার বাড়ানো বল পেয়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে পিয়েরে-এমেরিক আউবামেয়াং বল জালে জড়ালেও লাইন্সম্যান পতাকা উঁচু করে অফসাইডের সংকেত দেন। তবে শেষ পর্যন্ত ভিএআরের সাহায্যে রেফারি গোলের বাঁশি বাজালে সমতায় ফেরে আর্সেনাল।
এই ড্রয়ের ফলে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৪ ধাপ এগিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে গানাররা। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে দশে উঠে এসেছে রেড ডেভিলরা।
আরআইএস