
কিছু দিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান বিপিএল প্রসঙ্গে সবাইকে চমকে দিয়েছিলেন। সপ্তম আসরে এসে বিপিএলকে আমূল বদলে ফেলার কথা জানিয়েছিলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আয়োজিত এই বিপিএল কোনো ফ্র্যাঞ্চাইজি থাকছে না বলে জানিয়েছেন পাপন।
সম্পূর্ণ বিসিবির তত্ত্বাবাধনে হওয়া বিপিএলের সপ্তম আসর মাঠে গড়ানোর কথা ছিল ৬ ডিসেম্বর। তবে তা ঠিক সময়ে হবে কী না তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কথায় তৈরি হয়েছে এমন সংশয়।
মঙ্গলবার (১ অক্টোবর) তিনি বলেন, ‘স্পন্সরদের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত তো আমরা নতুন কিছু বলতে পারছি না। এগুলো করতে অনেক সময়ের ব্যাপার। তাই পিছিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। ডিসেম্বরের শেষে যদি হয় তাও আমাদের জন্য ভালো।’
এমএইচবি