• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: অক্টোবর ২, ২০১৯, ০১:০৪ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২, ২০১৯, ০১:০৪ পিএম

বাংলাদেশের বিপক্ষে খেলবেন না পান্ডিয়াও

বাংলাদেশের বিপক্ষে খেলবেন না পান্ডিয়াও
ফাইল ছবি

বিশ্বকাপের পর থেকেই আর ক্রিকেট মাঠে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে। বাংলাদেশ সিরিজেও তার না খেলাটা প্রায় চূড়ান্তই। অন্যদিকে ইনজুরির কারণে এই বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন সিরিজে জসপ্রিত বুমরাহও খেলবেন না। 

এবার এই দুই ক্রিকেটারের সঙ্গে যোগ দিয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও। বুমরাহ’র মতো তিনিও আছেন ইনজুরিতে। পিঠের চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরেই থাকতে হবে তাকে। খুব শীঘ্রই নিজের ইনজুরির ব্যাপারে উন্নত পরীক্ষানিরীক্ষার জন্য যুক্তরাজ্য যাবেন এই পান্ডিয়া। 

গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ খেলার সময় সর্বপ্রথম এ চোট পান হার্দিক। ধীরে ধীরে বাড়ে তার ব্যথা।যুক্তরাজ্যের ডাক্তারের পরামর্শে পিঠের অস্ত্রোপচার লাগতে পারে হার্দিকের। এমনটা হলে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘গত এশিয়া কাপের পর যে ডাক্তারের অধীনে প্রাথমিক পরীক্ষানিরীক্ষা হয়েছিল, যুক্তরাজ্যে তার কাছেই যাবে হার্দিক। বাংলাদেশের বিপক্ষে সিরিজে যে হার্দিক খেলবে না তা নিশ্চিত। তবে মাঠে ফিরতে কয়দিন সময় লাগবে, তা এখনই বলা সম্ভব নয়। সে যুক্তরাজ্য থেকে ফেরার পরই কিছু বলা যাবে।’

এমএইচবি

আরও পড়ুন