
বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশীপ শুরু করেছে ভারত। যেখানে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এই ম্যাচে ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন দুই ওপেনার রোহিত শর্মা এবং মায়াঙ্ক আগরওয়াল।
আর এর মাধ্যমেই এই দুইজন নতুন করে লেখান ৪৭ বছর আগের এক রেকর্ড। দেশের মাটিতে উদ্বোধনী জুটি হিসেবে তাদের প্রথম ম্যাচ খেলেই ৪৭ বছরের পুরনো রেকর্ডে নাম লেখালেন রোহিত ও মায়াঙ্ক। ৪৭ বছর পরে এই প্রথম কোনও ভারতীয় ওপেনিং জুটি দেশের মাটিতে তাদের প্রথম ম্যাচ খেললেন।
এর আগে শেষবার দেশের মাটিতে একসঙ্গে প্রথম ম্যাচে ওপেন করেছিলেন সুনীল গাভাস্কার এবং রামনাথ পারকর। ১৯৭২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে নয়া দিল্লিতে প্রথমবার একসঙ্গে ওপেন করেছিলেন তারা।
এমএইচবি