
বাংলাদেশ ক্রিকেট দলের বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলামকে ২০০ টাকা জরিমানা করেছে পুলিশ।
বুধবার (২ অক্টোবর) বিকালে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অভিযোগে নাটোরের নলডাঙ্গা থানার পুলিশ তাকে জরিমানা করে।
নলডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, পুলিশের নিয়মিত যানবাহন তল্লাশি চলার একপর্যায়ে জাতীয় দলের ক্রিকেটার তাইজুল ইসলামের মাথায় হেলমেট না থাকায় পুলিশের দায়িত্বরত কর্মকর্তা তাকে ২০০ টাকা জরিমানা করেন। পরে তিনি জরিমানার টাকা পরিশোধ করে চলে যান।
ঘটনার সত্যতা সম্পর্কে জানতে চাইলে তাইজুল ইসলাম বলেন, তিনি নাটোর শহরে অবস্থিত নিজের বাড়ি থেকে নলডাঙ্গায় ঘুরতে যাচ্ছিলেন। ভুলবশত হেলমেটটি বাড়িতে রেখে যাই। এ কারণে পুলিশ ২০০ টাকা জরিমানা করেছে।
আরআইএস