• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: অক্টোবর ৩, ২০১৯, ১২:১১ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৩, ২০১৯, ১২:১৩ পিএম

সাকিবের নিয়ন্ত্রিত বোলিং, আবারো জিতেছে বার্বাডোজ

সাকিবের নিয়ন্ত্রিত বোলিং, আবারো জিতেছে বার্বাডোজ
বার্বাডোজ ট্রাইডেন্টের হয়ে বোলিং করার সময় সাকিব আল হাসান। ফটো : সংগৃহীত

ক্যারিবীয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) আগেই শেষ চারে খেলা আগেই নিশ্চিত করে ফেলেছে বার্বাডোজ ট্রাইডেন্ট। এবার লীগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে জয় নিয়েই মাঠ ছেড়েছে সাকিব আল হাসানের দল।

বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনে অনুষ্ঠিত ম্যাচে বল হাতে নিজের নৈপুণ্য অব্যাহত রেখেছেন মি.অলরাউন্ডার। ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে তিনি তুলে নেন জেমি নিশাম এবং বিপদজনক হয়ে ওঠা লেন্ডন সিমন্সের উইকেট। 

টসে জিতে আগে ব্যাট করতে নামা ত্রিনবাগো নাইট রাইডার্স ৮ উইকেটে ১৩৪ রানের বেশি তুলতে পারেনি। স্রোতের বিপরীতে লেন্ডন সিমন্স ৪৫ বলে ৬০ রানের ইনিংস খেললেও বাকিরা তাকে সেভাবে যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ হন।

ম্যাচের শুরুতেই বল হাতে তুলে নেয়া সাকিব তার করা প্রথম ওভারেই জেমি নিশামের ফিরতি ক্যাচ নিয়ে তাকে প্যাভিলিয়নে ফেরান। পাওয়ার প্লেতে করা দুই ওভারে সাকিব দেন মাত্র ৮ রান।

১৫তম ওভারে আবারো সাকিবকে বোলিং আক্রমণে আনার ফল হাতেনাতে পায় বার্বাডোজ। চতুর্থ বলে সিমন্স ছক্কা মারলেও পরের বলেই তাকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করে দারুণভাবে প্রতিশোধ নেন টাইগারদের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক। 

সহজ লক্ষ্যে ব্যাট করতে নামা বার্বাডোজের হয়ে ৫৪ রানের উদ্বোধনী জুটি গড়েন জনসন চার্লস এবং অ্যালেক্স হেলস। ৩৩ রান করা হেলস আউট হলে তিনে ব্যাট করতে নামা সাকিব অবশ্য ১৪ বলে ১৩ রানের বেশি করতে পারেননি। এরপর জনসন চার্লস ৪৭ বলে ৫৫ রান করে আউট হলেও বার্বাডোজের জয় পেতে কোনো সমস্যা হয়নি। জেপি ডুমিনি ১৮ এবং অ্যাশলে নার্স ১০ রানে অপরাজিত থেকে দুই বল বাকি থাকতে দলের ৭ উইকেটের জয় নিশ্চিত করেন। 

দুই ম্যাচ আগে ছয় দলের মধ্যে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থাকা বার্বাডোজ ট্রাইডেন্ট এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। 

আরআইএস 

আরও পড়ুন