• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: অক্টোবর ৩, ২০১৯, ০৬:২১ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৩, ২০১৯, ০৬:২১ পিএম

বিসিবি ছেড়ে বিকেএসপিতেই ফিরলেন সাকিব-মুশফিকদের প্রিয় গুরু

বিসিবি ছেড়ে বিকেএসপিতেই ফিরলেন সাকিব-মুশফিকদের প্রিয় গুরু
নাজমুল আবেদীন ফাহিম। ছবি : সংগৃহীত

সম্পর্কটা ছিন্ন হয়েছিল ১৪ বছর আগে। বিসিবিতে যোগ দিতে ছেড়ে এসেছিলেন ১৮ বছর চাকরি করা বিকেএসপিকে। তবে বিসিবিতে দিন দিনই কাজ করার জায়গা কমে আসায় অনেকটা অভিমান নিয়েই গত মাসের শেষে নাজমুল আবেদীন ফাহিম (৩০ সেপ্টম্বর) পদত্যাগ করেছেন বিসিবি থেকে। 

তার দুই দিনের মাথায়ই তিনি যোগ দিয়েছেন নিজের পুরনো কর্মস্থল বিকেএসপিতে। এরপর আজই (বৃহস্পতিবার, ৩ অক্টোবর) ক্রিকেট এডভাইজার পদের কাজ শুরু করেছেন বিকেএসপির হয়ে। যেখানে প্রথমদিন তিনি সময় কাটিয়েছেন মাঠে অন্যান্য কোচ এবং খেলোয়াড়দের সঙ্গে।

বাংলাদেশ ক্রিকেট দলের বড় বড় তারকাদের প্রিয় গুরু ফাহিম। বন্ধু সারোয়ার ইমরান ও নাজমুল আবেদিন ফাহিমই ছিলেন বিকেএসপির প্রথম ব্যাচের ছাত্রদের শিক্ষক। এখনো যেকোনো সমস্যায় তার কাছেই ছুঁটে যান সাকিব আল হাসান-মুশফিকুর রহিমের মতো তারকা ক্রিকেটাররা। 

এমএইচবি

আরও পড়ুন