
স্ট্যান্ডার্ড লীগকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ইউরোপা লীগে ঘরের মাঠে বড় জয় তুলে নিয়েছে আর্সেনাল।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১৩ মিনিটেই লিড পেয়ে যায় গানাররা। কিরান টিরনের পাসে বল পেয়ে দুরহ কোণ থেকে নেয়া দুর্দান্ত এক হেডে বল জালে জড়িয়ে দেন গ্যাব্রিয়েল মার্টিনলি। তিন মিনিট পর রেইস নেলসনের ক্রসে বল নিয়ে মার্টিনলি আবারো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
২২ মিনিটের মাথায় ডি বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে স্বাগতিকদের হয়ে লক্ষ্যভেদ করেন জো উইলওক। বিরতির পর ম্যাচের ৫৭ মিনিটে মার্টিনলির পাসে বল পেয়ে ডি বক্সের একদম কাছ থেকে ডান পায়ে বল জালে পাঠিয়ে দিয়ে স্ট্যান্ডার্ড লীগের জালে গোলের হালি পূর্ণ করে আর্সেনাল।
আরেক ম্যাচে আলকমারের বিপক্ষে গোলশূন্য ড্র করে সমর্থকদের হতাশ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
আরআইএস