
এবার ভারত সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রকাশিত সূচি অনুযায়ী আগামী নভেম্বরে হতে যাওয়া এই সিরিজে তিনটি টি-টুয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে সাকিব বাহিনী। এই সফরকে সামনে রেখে আগামী ২৫ অক্টোবর থেকে ক্যাম্প শুরু করবে ক্রিকেটাররা।
ক্যাম্প শুরুর আগেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি। গত ২৭ জুলাই বিসিবির সভা শেষে ভিট্টোরিকে টাইগারদের স্পিন কোচ হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়া হলেও এখনো তিনি বাংলাদেশের মাটিতে পা রাখেননি। যদিও খেলোয়াড়ি জীবনে নিউজিল্যান্ডের সাবেক বাঁ হাতি অর্থোডক্স স্পিনার ভিট্টোরি অনেকবার বাংলাদেশে এসেছেন।
ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৫ তারিখের আগেই ইনশাল্লাহ ও (ভেট্টোরি) আসবে। আশা করি দলের সঙ্গে ভারত সফর পর্যন্ত সে থাকবে।
এদিকে, ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাওয়ার আগে ক্রিকেটাররা নিজেদের মধ্যে দুইটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বলেও জানিয়েছেন আকরাম খান।
উল্লেখ্য, চলতি বছর ভারত সফরের আগ থেকে শুরু করে ২০২০ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মোট ১০০ দিন বাংলাদেশ দলের হয়ে কাজ করবেন ভেট্টোরি। পরে সুযোগ ও পরিস্থিতি বুঝে সমঝোতার ভিত্তিতে তার চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। গণমাধ্যমে আগেই প্রকাশিত হয়েছিল যে, দিনে প্রায় ৫ হাজার ডলার (৪ লাখ ২০ হাজার টাকা) সম্মানী নেবেন তিনি। যদিও হেড কোচ চার্লস ল্যাঙ্গেভেল্টের মাসিক বেতন প্রায় ১৫ হাজার ডলার।
কিউইদের হয়ে বল হাতে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সর্বদা চশমা পরিহিত ভেট্টোরি। অতি সুন্দর চেহারার জন্য নিজের আলাদা একটি আবেদন তিনি তৈরি করতে সক্ষম হয়েছিলেন। ভেট্টোরির অবসরের পর তাকে সম্মান জানিয়ে জাতীয় দলের হয়ে তার পরিহিত ১১ নম্বর জার্সিকে চিরকালের জন্য তুলে রেখেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
১১৩ টেস্ট খেলে তিনি তুলে নিয়েছেন ৩৬২ উইকেট। ওয়ানডেতে ২৯৫ ম্যাচ খেলে উইকেট সংখ্যা ৩০৫। ৩৪ টি-টুয়েন্টি খেলে তার দখলে ৩৮ উইকেট রয়েছে। ব্যাট হাতেও দলের প্রয়োজনে নিজের কার্যকারিতা তিনি বেশ কয়েকবার প্রমাণ করেছেন। টেস্টে সাড়ে ৪ হাজারের অধিক এবং ওয়ানডেতে ২ হাজারের অধিক রান করা তাই বলে দিচ্ছে। ফিল্ডার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট ক্যাচ সংখ্যা ১৫৫। ফিল্ডিংয়ে দুর্বল টাইগাররা তাই ভেট্টোরির কাছ থেকে বাড়তি টিপস নিতেই পারে!
আরআইএস